নোয়াখালীতে মাদকসহ গ্রেপ্তার ৫

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৩, ০৯:৫৭ এএম | আপডেট: ২৬ মে ২০২৩, ০৯:৫৭ এএম

অভিযানে উদ্ধারকৃত মাদক। ছবি: নোয়াখালী প্রতিনিধি

অভিযানে উদ্ধারকৃত মাদক। ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নরোত্তমপুর গ্রামের ফজল দারোগা বাড়ির মৃত লুৎফুর রহমানের ছেলে মো. হারুন (৩৮) নকু সর্দার বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে মো. জহির আহম্মদ (৩৫) ও উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের দক্ষিণ অভিরামপুর গ্রামের মসজিদ বাড়ির মৃত অজি উল্যার দেলোয়ার হোসেন (৫৫), তার স্ত্রী কুসুম বেগম (৪৫) একই গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে আজাদ হোসেন (২৫)।

গতকাল বৃহস্পতিবার (২৫ মে) রাতে দুটি পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান ও নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

র‍্যাব ও পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (২৪ মে) র‍্যাব উপজেলার নরোত্তমপুর গ্রামের ফজল মিয়ার পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি হারুন ও জহিরকে ৯ কেজি গাঁজা এবং দুটি বিদেশী মদসহ গ্রেপ্তার করা হয়।

অপরদিকে বুধবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আলাইয়ারপুর  ইউনিয়নের দক্ষিণ অভিরামপুর গ্রামের মসজিদ বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক কারবারি কুসুম, দেলোয়ার ও আজাদকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এসব ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh