খাগড়াছড়িতে আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা, আহত ৫

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৩, ০২:৫৩ পিএম | আপডেট: ২৬ মে ২০২৩, ০২:৫৫ পিএম

হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে যোগ দিতে আসা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলার অভিযোগ করেছে জেলা বিএনপি। এসময় প্রাইভেটকারের পেছনের কাঁচ ভেঙে গেছে। তবে অক্ষত রয়েছেন আব্দুল্লাহ আল নোমান। এসময় জেলা বিএনপির সহ-সভাপতিসহ ৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা জেলা বিএনপি।

আজ শুক্রবার (২৬ মে) সকাল সাড়ে ১১ টায় খাগড়াছড়ি শহরের কলেজ রোড এলাকায় নারিকেল বাগান এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ ওয়াদুদ ভূঁইয়া জালাল, পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে আসা কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নোমানকে গাড়িবহর যোগে নিয়ে আসার সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। এতে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের গাড়িতেও হামলা চালানো হয়। হামলায় তিনি রক্ষা পেলেও জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ  পাঁচজন আহত হয়েছেন।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএমএইচ ইসমাইল হোসেন বলেন, বিএনপি-জামাতের দেশব্যাপি সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে পূর্ব নির্ধারিত শান্তি সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা অফিসে বিশ্রাম নেওয়ার সময় বিএনপির গাড়িবহর থেকে কার্যালয়ের দিকে বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা উস্কানিমূলকভাবে ইট ও পাটকেল ছুঁড়তে থাকলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

খাগড়াছড়ি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম, তেমন কোন বড় ঘটনা ঘটেনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh