৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৩, ১১:১৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাপানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শুক্রবার (২৬ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩ মিনিটে দেশটির পূর্ব চিবা প্রিফেকচার অঞ্চলের ৫০কিলোমিটার গভীরে এ ভূমিকম্পটির উৎপত্তি হয়। এ প্রাকৃতিক দুর্যোগটি টোকিওসহ আশেপাশের অঞ্চলগুলোকে প্রকম্পিত করে।

জাপানি আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পের পর সুনামির বিষয়ে কোনো সতর্কতা জারি করা হয়নি।

দেশটির রাজধানী টোকিওতে এ ভূমিকম্পের প্রকোপ তীব্রভাবে অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

তবে ভূমিকম্পটি চিবা এবং ইবারাকি প্রিফেকচারের কিছু অংশে একটি দুর্বল ভূমিকম্প বলে চিহ্নিত হয়েছে।

জাপানি গণমাধ্যম এনএইচকে-এর ফুটেজে চিবার নারিতা বিমানবন্দরের কাছে অবস্থিত ভবনগুলো কাঁপতে দেখা গেছে। গণমাধ্যমটি জানিয়েছে, বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের রানওয়ের ক্ষয়-ক্ষতির বিষয়টি পরীক্ষা করছে।

পূর্ব জাপান রেলওয়ে কোং (জেআর ইস্ট) জানিয়েছে যে তারা চিবা প্রিফেকচার অঞ্চলের কিছু অংশে ট্রেন পরিষেবা স্থগিত করেছে।

জাপানে ভূমিকম্প খুবই সাধারণ ঘটনা, এটা বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh