শেখ হাসিনার অধীনে নিবার্চনে যাবে না বিএনপি: খোকন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৩, ০৮:৩৩ এএম

বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ছবি: প্রতিনিধি

বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ছবি: প্রতিনিধি

বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, শেখ হাসিনার অধীনে কোন নিবার্চনে বিএনপির যাবে না। আগের সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। এবার হাসিনার অধীনে ভোট হলে- দুই দিন আগে ভোট হয়ে যাবে। কারণ আওয়ামী লীগ জনগণ এবং গণতন্ত্রে বিশ্বাস করে না। নির্বাচন আসলে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করে।

গতকাল শুক্রবার (২৬ মে) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যারিস্টার মওদুদ আহমদের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন বলেন, আইনের শাসন, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার রক্ষায় মওদুদ জীবনের শেষ সময় পর্যন্ত কাজ করছেন। এসময় তিনি মওদুদ আহমেদ কর্মময় জীবনী ও স্মৃতি তুলে ধরেন।

তিনি আরও বলেন, ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আওয়ামী লীগেরই ছিল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগ দু’বার ক্ষমতায়ও এসেছিল। এখন তারা তত্ত্বাবধায়ক সরকার মানে না। তত্ত্বাবধায়ক সরকারে আওয়ামী লীগের ভয় কিসের, বলুক না। যদি নিরপেক্ষ ভোট হয়, নোয়াখালীতে একটি আসনও আওয়ামী লীগ পাবে না।

খোকন বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ আছে। যদি এ সরকার তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানে আগামী দু’ সপ্তাহের মধ্যে আন্দোলনের নতুন কর্মসূচি পাবেন। সকলে যার যার অবস্থান থেকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। আমাদের আন্দোলনে বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আমেরিকার নিষেধাজ্ঞায় (স্যাংশন) গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীরা চুপ হয়ে গেছে। নৌকার যে জোয়ার এসেছিল, তা এখন ডুবার সময় এসে গেছে। এখন জোর করে আর ভোট নিতে পারবে না। জনগণ যেখানে নৌকা, সেখানে প্রতিরোধ করছে।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ আন্দোলন করে গণতন্ত্রের বিজয় আনতে চাই। কিন্তু প্রশাসনকে অনৈতিক ব্যবহার করলে, অনুরোধ করে বলবো-পুলিশ, র‌্যাব, প্রশাসনের ভাইরা আওয়ামী লীগের দলীয় হয়ে সরকারের গণবিরোধী কোন কাজ করবেন না। যদি আওয়ামী লীগের নির্দেশে দলীয়ভাবে কাজ করেন, আমেরিকার স্যাংশনের বিষয় তো জেনেছেন- ডিসি, এসপি, ইউএনও, ওসি সাহেবদের খবর আছে কিন্তু।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বেলায়েত হোসেন স্বপনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন- মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিম উদদীন মওদুদ, নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল, কবিরহাট পৌরসভা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রমুখ।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh