রাজধানীর আদাবরে ৮ তলা ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৩, ০৩:৩৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর আদাবর-১০ নম্বর রোড এলাকায় ৮ তলা ভবনের নিচ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। আজ রবিবার (২৮ মে) দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানান, ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, দুপুর ১২টা ১৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে বাহিনীর প্রথম ইউনিট। এরপর আরও চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আনোয়ারুল ইসলাম জানান, ভবনের দ্বিতীয় তলা থেকে তিনজনকে (দুইজন নারী ও একজন পুরুষ) নিরাপদে নামিয়ে আনা হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh