চালের বস্তায় মিললো ৩৮ লাখ টাকা

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৩, ০৩:৫২ পিএম

চালের বস্তা থেকে জব্দকৃত ৩৮ লাখ টাকা। ছবি: লালমনিরহাট প্রতিনিধি

চালের বস্তা থেকে জব্দকৃত ৩৮ লাখ টাকা। ছবি: লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলা তিস্তা টোল প্লাজায় ঢাকাগামী নাবিল পরিবহনে (১৪-৮৫৩৩) তল্লাশি চালিয়ে চালের বস্তা থেকে সন্দেহজনক ৩৮ লাখ টাকা জব্দ করেছে সদর থানা পুলিশ।

আজ রবিবার (২৮ মে) দুপুরে নিয়মিত তল্লাশির অংশ হিসেবেই এসব টাকা পাওয়া যায়।

এ ঘটনায় মমিনুল ইসলাম (৩৮) নামে একজনকে আটক করা হয়েছে। আটক মমিনুল কুড়িগ্রাম জেলার অলিপুর উপজেলার কিসামত তবকপুর এলাকার আবেদ আলী মন্ডলের ছেলে।

জানা যায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের ওই বাসটিকে টোল প্লাজায় নিয়মিত তল্লাশির অংশ হিসেবে তল্লাশি করাকালীন একটি চালের বস্তা সন্দেহজনক মনে হয়। পরে উপস্থিত পুলিশ সদস্যরা বস্তা খুলে তল্লাশি চালিয়ে বস্তার ভিতর থেকে ৩৮ লাখ টাকা জব্দ করা হয়। এসময় সন্দেহজনক বস্তার মালিক মমিনুলকে আটক করা হয়।

সদর থানার ওসি এরশাদুল আলম বলেন, চালের বস্তায় সন্দেহজনক ৩৮ লাখ টাকা জব্দ করা হয়েছে। এসময় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তার দাবি, তার মামার কনস্ট্রাকশন কাজের লেনদেনের টাকা নিয়ে ঢাকা যাচ্ছিলেন। তবে বিষয়টি সন্দেহজনক হওয়ায় পরবর্তী খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh