নতুন ভিসা নীতিতে চাপে বিএনপি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৩, ০৪:১৩ পিএম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

বাংলাদেশের জন্য মার্কিন সরকারের ঘোষিত নতুন ভিসা নীতি বিএনপির জন্য ’বড় চাপ সৃষ্টি’ করেছে  বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

আজ সোমবার (২৯ মে) তিনি বলেছেন, ‘মার্কিন ভিসা নীতির কারণে বিএনপির জন্য বড় চাপ সৃষ্টি হয়েছে। কেউ যদি গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেয়, আগামী নির্বাচনকে বাধা দেয়, তাহলে এই ভিসা নীতির আওতায় পড়বে।’ 

তথ্যমন্ত্রী বলেন, ‘এরফলে বিএনপি এখন এসব বাধা   দিতে পারবে না। সে কারণেই এই ভিসা নীতি বিএনপির উপর বড় চাপ সৃষ্টি করবে।’ 

সম্প্রতি বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার ও বিরোধী, যাদের পক্ষ থেকেই বাধা আসবে তাদেরকে ভিসা দেয়া হবে না। 

নতুন এই ভিসা নীতি নানামুখী আলোচনা চলছে। নির্বাচনকে সামনে রেখে এই নীতি ঘোষণা করা হলেও এর আড়ালে অন্য কোনও স্বার্থ রয়েছে কি না- এ প্রশ্নও তুলেছেন কেউ কেউ। 

তথ্যমন্ত্রী বলেন, ‘মার্কিন এই ভিসা নীতি সব দেশের জন্য প্রযোজ্য। কোনটি ঘোষিত, আর কোনটি অঘোষিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে চান, তারই সহায়ক হয়েছে এই মার্কিন ভিসা নীতি।’ 

বিএনপির তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি মার্কিন সরকারের কাছে কোনো পাত্তা পায়নি বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh