প্রথমবার মহাকাশে বেসামরিক নভোচারী পাঠাল চীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৩, ১১:০৬ এএম | আপডেট: ৩০ মে ২০২৩, ১১:৩১ এএম

জিং হাইপেং,ঝু ইয়াংঝু এবং গুই হাইচাও। ছবি: সংগৃহীত

জিং হাইপেং,ঝু ইয়াংঝু এবং গুই হাইচাও। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বেসামরিক নভোচারীকে মহাকাশে পাঠিয়েছে চীন। তার সঙ্গে রয়েছেন আরও দুই নভোচারী। আজ মঙ্গলবার (৩০) স্থানীয় সময় সকাল ৯টা ৩১ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে ২-এফ রকেটে তারা যাত্রা করেন। তিয়ানগং মহাকাশ স্টেশনে ক্রুড মিশনের অংশ হিসেবে এ মহাকাশ যাত্রা।

জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টারের পরিচালক জু লিপেং বলেন, রকেট উৎক্ষেপণটি ‘সম্পূর্ণ সফল’ ছিল। নভোচারী ভালো অবস্থায় আছেন।

বেসামরিক ওই নভোচারীর নাম গুই হাইচাও। তিনি বেইজিং ইউনিভার্সিটি অব অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সের অধ্যাপক।

গুই হাইচাও ‘স্পেস সায়েন্স এক্সপেরিমেন্টাল পেলোডসের’ অন-অরবিট অপারেশনের দায়িত্বে থাকবেন।

এই মিশনের কমান্ডার জিং হাইপেং। মহাকাশে এটি তার চতুর্থ যাত্রা। তৃতীয় ক্রু সদস্য হলেন প্রকৌশলী ঝু ইয়াংঝু।

এখন পর্যন্ত মহাকাশে পাঠানো সব চীনা নভোচারী পিপলস লিবারেশন আর্মির সদস্য ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh