ফরিদপুরে নির্মাণাধীন ব্রিজের মাটি ধসে ৩ শ্রমিকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৩, ০৫:৩৩ পিএম

নির্মাণাধীন ব্রিজের মাটি ধসের এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

নির্মাণাধীন ব্রিজের মাটি ধসের এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুরে নির্মাণাধীন একটি ব্রিজের মাটি ধসে তিনজন শ্রমিক নিহত হয়েছেন।

আজ বুধবার (৩১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গী এলাকায় জমাদ্দার খালের ওপর নির্মাণাধীন ব্রিজের মাটি ধসের এ ঘটনা ঘটে।

সদরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ফরিদপুর সদরের কবিরপুর এলাকার মো. অন্তর (২০), কৈজুরী ইউনিয়নের মো. জুলহাস মীর (২৪) এবং বাগেরহাট জেলার উদয়পুর গ্রামের মো. জাবের।

প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বলেন, জমাদ্দার খালের ওপর নির্মাণাধীন ব্রিজের পূর্ব পাশে চার শ্রমিক রড ও গুনা দিয়ে ব্রিজের খাচি বাঁধছিলেন। দুপুর ১২টার দিকে হঠাৎ মাটি ধসে তাদের ওপর পড়ে। এসময় অন্য শ্রমিকরা একজনকে জীবিত উদ্ধার করতে পারলেও বাকি তিনজনকে উদ্ধার করা যায়নি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় মাটির নিচ থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh