চ্যাটজিপিটি প্রযুক্তির ভার্চুয়াল সহকারী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৩, ০১:০৪ পিএম

চ্যাটজিপিটি। ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটি। ছবি: সংগৃহীত

উইন্ডোজের টাস্কবারে যুক্ত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট। উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চ্যাটজিপিটি প্রযুক্তির ভার্চুয়াল সহকারী ‘উইন্ডোজ কো-পাইলট’ যুক্ত করছে মাইক্রোসফট। 

মাইক্রোসফটের এই নতুন ফিচার কাজ করবে অনেকটা ‘বিং চ্যাট’-এর মতো করে। এই চ্যাটবক্সে প্রবেশ করা যাবে উইন্ডোজ টাস্কবার থেকেই। জটিল মেন্যুতে গিয়ে সেটিংস খুঁজে বের করা এবং পরিবর্তন করার বদলে এই কো-পাইলটে কমান্ড দিয়েই কাজটি করিয়ে নেওয়া যাবে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটিতে ইন্টারনেটের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ফলে এআই চ্যাটবটটিকে কোনো তথ্য জিজ্ঞেস করলে ইন্টারনেটের মাধ্যমে সেই তথ্য খুঁজে দেবে এটি। 

ইন্টারনেটে সার্চের ক্ষেত্রে মাইক্রোসফটের নিজস্ব বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করবে চ্যাটজিপিটি। আগে শুধু প্রশিক্ষিত তথ্যের ভিত্তিতেই উত্তর দিতে সক্ষম ছিল চ্যাটজিপিটি। ফলে চ্যাটবটটি নতুন তথ্যসমৃদ্ধ লেখা লিখতে পারত না। তবে ইন্টারনেটের সঙ্গে চ্যাটজিপিটির সংযুক্তির ফলে চ্যাটজিপিটি এখন থেকে প্রশিক্ষিত তথ্য সরবরাহের পাশাপাশি হালনাগাদ তথ্যও দেবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh