সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি সিরাজুল আলম খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৩, ০৫:৩৫ পিএম

 সিরাজুল আলম খান। ছবি: সংগৃহীত

সিরাজুল আলম খান। ছবি: সংগৃহীত

সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান সংগঠক সিরাজুল আলম খানকে। আজ বৃহস্পতিবার (২ জুন) বিকেল ৩টায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিরাজুল আলমের পরিবার ও শুভানুধ্যায়ীরা তার শারীরিক সুস্থতা এবং দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।

গত ৭ মে রাতে শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে পান্থপথে শমরিতা হাসপাতালে ভর্তি হন সিরাজুল আলম। পরে তাকে চিকিৎসকদের পরামর্শে ২০ মে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকে এখানেই চিকিৎসাধীন তিনি।

৮২ বছর বয়সী এই রাজনীতিক অনেক দিন ধরে উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh