জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৩, ০৩:৩২ পিএম | আপডেট: ০৪ জুন ২০২৩, ০৪:০৫ পিএম

ফ্রি মেডিক্যাল ক্যাম্পের খণ্ডচিত্র। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ফ্রি মেডিক্যাল ক্যাম্পের খণ্ডচিত্র। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় ও ১৯৯৪ বন্ধু ব্যাচের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২ জুন) হরিনাকুন্ডু উপজেলার জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জানা যায়, সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার কয়েকশ মানুষ সেখানে ফ্রি সেবা গ্রহণ করেন। সেখানে রক্তচাপ, ডায়াবেটিকসহ বিভিন্ন রোগের সেবা প্রদান করেন ৯৪ ব্যাচের রেজাউল ইসলাম রেজাসহ বেশ কয়েকজন ডাক্তার।

এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য এম এ লতিফ শাহরিয়ার জাহেদী প্রোজ্জ্বল।

এসময় জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা ব্যক্ত করেন এম এ লতিফ শাহরিয়ার জাহেদী প্রোজ্জ্বল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh