ন্যাটোতে সুইডেনের সদস্য হতে ভেটো না দিতে এরদোগানকে অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ০২:১৯ পিএম | আপডেট: ০৫ জুন ২০২৩, ০২:২৫ পিএম

ন্যাটো মহাসচিব জেনারেল জেনস স্টোলেনবার্গ। ছবি: সংগৃহীত

ন্যাটো মহাসচিব জেনারেল জেনস স্টোলেনবার্গ। ছবি: সংগৃহীত

ন্যাটো মহাসচিব জেনারেল জেনস স্টোলেনবার্গ রবিবার (৪ জুন) সুইডেনকে ন্যাটোতে সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভূক্তির বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে এমন অনুরোধ জানান।  

এর আগে জুলাইয়ের ১১ ও ১২ তারিখ লিথুয়ানিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যান্য মিত্র রাষ্ট্রের নেতৃবৃন্দের উপস্থিতিতে সুইডেনের সদস্যপদের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। 

সেসময় তুরষ্ক ও হাঙ্গেরি এ বিষয়ে তাদের সমর্থনে কোনো সাড়া দেয়নি। 

নিয়ম মতে, ন্যাটোর ৩১ সদস্য রাষ্ট্রের অনুমতি ছাড়া কেউ নতুন করে এ সংস্থায় অন্তর্ভূক্ত হতে পারবে না। 

এদিকে তুরষ্ক বলছে, সুইডেন সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি বেশি পরিমাণ উদার মনোভাব দেখিয়ে আসছে। এমনকি ২০১৬ সালে ক্যু পরিচালনার সময় সশস্ত্র কুর্দি গ্রুপের সঙ্গে দেশটির সংশ্লিষ্টতা ছিল। আর এ বিষয়ে প্রকাশ্যে কিছু স্পষ্ট করেনি তারা। এসব কারণে দেশটি নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। 

অন্যদিকে সংস্থাটির মহাসচিব বলেন, প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে এ বিষয়ে জুনের ১২ তারিখে আবারও বসার কথা রয়েছে। সুইডেনের সদস্যপদটি সবার জন্য নিরাপদ। আর এটি বাস্তবায়িত হলে তা ন্যাটো এবং তুরষ্ককে আরও শক্তিশালী করবে। 

এর আগে ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে ফিনল্যান্ডকে ছাড়পত্র দিয়েছিল তুরস্ক। এতে করে দেশটি এপ্রিলে ন্যাটোর ৩১তম রাষ্ট্র হিসেবে সদস্যপদ লাভ করে।


সূত্র: এপি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh