৩ বছরের চুক্তিতে ইত্তিহাদে বেনজেমা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ০১:২২ পিএম

করিম বেনজেমার সঙ্গে আল ইত্তিহাদের চুক্তির মেয়াদ থাকছে ২০২৬ সাল পর্যন্ত। ছবি: সংগৃহীত

করিম বেনজেমার সঙ্গে আল ইত্তিহাদের চুক্তির মেয়াদ থাকছে ২০২৬ সাল পর্যন্ত। ছবি: সংগৃহীত

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করে সৌদি ক্লাব আল-ইত্তিহাদের সঙ্গে ৩ বছরের চুক্তি করেছেন ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমা।

বার্তা সংস্থা এএফপি ও স্প্যানিশ গণমাধ্যম মার্কা এই খবর আগেই জানিয়েছিল। এবার বেনজেমার সঙ্গে চুক্তির বিষয়টি অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে নিশ্চিত করেছে আল-ইত্তিহাদ ক্লাব কর্তৃপক্ষ।

সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদের টুইটার অ্যাকাউন্ট থেকে বেনজেমার চুক্তি স্বাক্ষরের কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। যার ক্যাপশনে ক্লাবটি লিখেছে, ‘করিম বেনজেমা, আমাদের সবচেয়ে নতুন সুপারস্টারের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। যিনি শিগগিরই আমাদের স্টেডিয়াম আলোকিত করার জন্য প্রস্তুত আছেন।’

এই চুক্তির বিষয়টি দলবদলবিষয়ক ইতালির নির্ভরযোগ্য সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানোও নিশ্চিত করে বলেছিলেন, ‌‘করিম বেনজেমার সঙ্গে আল ইত্তিহাদের চুক্তির মেয়াদ থাকছে ২০২৬ সাল পর্যন্ত। বাণিজ্যিক কিছু চুক্তিসহ বেনজেমার বাৎসরিক পারিশ্রমিক ২০ কোটি ইউরো হতে পারে। অর্থাৎ, তিন মৌসুম থাকলে মোট ৬০ কোটি ইউরো আয় করবেন বেনজেমা।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh