দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা জারি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৩, ০২:৫৮ পিএম | আপডেট: ০৮ জুন ২০২৩, ০৩:০৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

আজ বৃহস্পতিবার (৮ জুন) গত ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে সব সমুদ্রবন্দরের মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

এদিকে সকাল থেকে উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তীব্র তাপপ্রবাহের পর আজকের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে বৃষ্টি অব্যাহত থাকলেও বাতাসের চাপ কিংবা নদ-নদীর পানির উচ্চতা বাড়েনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh