অর্ধশতাধিক পোশাক শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৩, ০৩:৩৬ পিএম

ল্যাভেন্ডার গার্মেন্টসের ভবন। ছবি: গাজীপুর প্রতিনিধি

ল্যাভেন্ডার গার্মেন্টসের ভবন। ছবি: গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ  হয়েছে। অসুস্থ শ্রমিক‌দের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পরপরই কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

উপজেলার কামরাঙ্গা চালা এলাকার ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত রাখতে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। 

কারখানা শ্রমিক ও কর্তৃপক্ষ জানায়, আজ বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৮ থেকে কারখানার দেড় হাজার শ্রমিক যথারীতি কাজে যোগদান করে। সকাল ৯টার পর থেকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় দুই‌-তিন জন শ্রমিক অসুস্থ হ‌য়ে পড়ে। কারখানা কর্তৃপক্ষ তাদের স্থানীয় হাসপাতালে পাঠায়। একের পর এক অসুস্থতার সংখ্যা বেরে অর্ধশতাধিক হয়ে পড়ে। অসুস্থর সংখ্যা বারতে থাকায় বেলা সাড়ে ১১টার দিকে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

কারখানা ব্যবস্থাপক প্রশাসন ম‌নিরুজ্জামান জানান, অতিরিক্ত গরমের কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শ্রমিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। কারখানা একদিনের ছুটি ঘোষণা করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh