সিরাজুল আলম খানের প্রথম জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৩, ১১:৩৬ এএম

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম জানাজা। ছবি: সংগৃহীত

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম জানাজা। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। দাফনের জন্য তার মরদেহ নেওয়া হচ্ছে নোয়াখালীতে। সেখানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

আজ শনিবার (১০ জুন) সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে চৌমুহনী পাইলট স্কুল মাঠে জানাজা শেষে চৌমুহনী পৌরসভার আলীপুরে মায়ের কবরের পাশে দাফন করা হবে।

দীর্ঘদিন রোগে ভুগে গতকাল শুক্রবার (৯ জুন) দুপুর আড়াই টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সিরাজুল আলম খান ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ৬ দফা দাবির সমর্থনে জনমত গঠনে বিশেষ ভূমিকা পালন করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh