ঢামেকের ডাস্টবিনে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৩, ০৮:২২ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে অবস্থিত ডাস্টবিনে পলিথিনে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (১০জুন) বিকাল ৫টার পর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠিয়েছে পুলিশ।

শাহবাগ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নূর আলম মুন্সী জানান, হাসপাতালের সামনে ডাস্টবিনে পলিথিনে মোড়ানো অবস্থায় মৃত নবজাতক পড়ে ছিল।

এটিকে কুকুর কামড়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh