বরিশাল ও খুলনায় ফল প্রত্যাখ্যান চরমোনাই পীরের

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৩, ০৭:০০ পিএম | আপডেট: ১২ জুন ২০২৩, ০৭:১৮ পিএম

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি: সংগৃহীত

বরিশাল ও খুলনা সিটি নির্বাচনের ভোটের ফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে আগামী ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনের ভোট বর্জনের ঘোষণা দিয়েছে দলটি।

আজ সোমবার (১২ জুন) সন্ধ্যায় নগরীর চাঁদমারীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

দলটির বরিশাল সিটি মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করীমসহ সংবাদ সম্মেলনে আরো অনেকে উপস্থিত ছিলেন।

বরিশালের ভোট চলাকালে প্রার্থীসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামী শুক্রবার দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh