গাইবান্ধায় বেগুন ও মরিচের সাথে এ কেমন শত্রুতা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৩:৪৭ পিএম

বেগুন ও মরিচের বীজতলা। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

বেগুন ও মরিচের বীজতলা। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালীতে বেগুন ও মরিচের বীজতলা নষ্ট করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১২ জুন) রাতে বাদিয়াখালী ইউনিয়নের গোয়াইলবাড়ী গ্রামের আতাউল ইসলামের রোপন করা হাইব্রীড জাতের বেগুন ও মরিচের বীজতলা নষ্ট করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (১৩ জুন) সকালে সরেজমিনে গিয়ে এমন চিত্রই দেখা যায়। 

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত আতাউল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, দেড় বিঘা জমির জন্য বসুন্ধরা হাইব্রীড জাতের বেগুন ও বিজলী হাইব্রীড জাতের মরিচের বীজতলা কয়েকদিন আগে রোপন করেছি। আর এক সপ্তাহ পরে চারা গুলো পরিপূর্ণ ভাবে রোপন করা যেত। কিন্তু সোমবার রাতে কে বা কারা আমার রোপন করা বেগুন ও মরিচের বীজতলা নষ্ট করেছেন। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

গাইবান্ধা সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আ. রশীদ বলেন, আমি টিসিবির পণ্য বিতরণের দায়িত্বে আছি। টিসিবি পণ্য বিতরণ শেষ করে ক্ষতিগ্রস্ত বীজতলা পরিদর্শন করতে যাবো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh