ডলারের বিপরীতে টাকার মানের রেকর্ড পতন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৩, ১১:৪৬ পিএম

টাকা ও ডলার। ছবি: সংগৃহীত

টাকা ও ডলার। ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার আন্তঃব্যাংক লেনদেনে টাকার বিপরীতে মার্কিন ডলারের সর্বোচ্চ দর সর্বোচ্চ ১০৯ টাকা উঠেছে। গত বুধবার (১৪ জুন) এ দামে ব্যাংকগুলো লেনদেন করেছে।

দেশের ইতিহাসে ডলারের এই বিনিময় হার এযাবতকালের সর্বোচ্চ মূল্য। এর আগে চলতি বছরের মে মাসে ১০৮ টাকা ৭৫ পয়সায় উঠেছিল। আজ বৃহস্পতিবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা যায়।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ বলছে, দেশে ডলারের সংকট থাকায় চাহিদা বেড়েছে। ফলে মার্কিন মুদ্রার বিপরীতে টাকার দর সর্বোচ্চ  পতনের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, গত বুধবার ব্যাংকগুলো নিজেদের মধ্যে ডলারের লেনদেন করেছে ১০৮ টাকা ৩ পয়সা থেকে ১০৯ টাকায়।

এক বছর আগে আন্তব্যাংক লেনদেনে ডলারের দাম ছিল ৯২ টাকা ৮০ পয়সা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার দাম কমেছে ১৪ দশমিক ৮৬ শতাংশ বা ১৬ টাকা ২০ পয়সা।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি জুন মাসে প্রায় প্রতিটি কার্যদিবসেই আন্তব্যাংক লেনদেনে ডলারের বিনিময় হার বেড়েছে। গত ১ জুন প্রতি ডলারের দাম ছিল ১০৮ টাকা।

এদিকে, আজ বৃহস্পতিবার কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ এক ডলার কিনতে গ্রাহক‌দের গুণ‌তে হয়েছে ১১১ টাকা ৭০ পয়সা। আর বিক্রি করে পেয়েছেন ১১১ টাকা ৩০ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh