মালয়েশিয়ায় ৭৭ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৩, ০৮:০৯ পিএম

মালয়েশিয়ায় অভিবাসী আটক। ছবি: ফাইল

মালয়েশিয়ায় অভিবাসী আটক। ছবি: ফাইল

মালয়েশিয়ায় ৭৭ জন বাংলাদেশিসহ মোট ১২৫ জন অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) এবং সহযোগী সংস্থার যৌথ অভিযানে পৃথক দুটি স্থান থেকে তাদের আটক করা হয়।

আজ শুক্রবার (১৬ জুন) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ।

এতে বলা হয়, কুয়ালালামপুর চেরাসের তামান মতিয়ারা বারাতের একটি এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রথম অভিযান পরিচালনা করা হয়। সেখানে অবৈধ অভিবাসীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ৯০ জন বিদেশি নির্মাণ শ্রমিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি, ১৪ জন ভারতীয় এবং ছয়জন করে মিয়ানমার ও পাকিস্তানি নাগরিক রয়েছে।

এ ছাড়া দ্বিতীয় অভিযানটি পরিচালনা করা হয় সেলাঙ্গর রাজ্যের সেরি কেমবাঙ্গানের পাইকারি বাজারে। ওই অভিযানে ৩৫ জন অভিবাসীকে আটক করা হয়। তাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি, ১৭ জন মিয়ানমারের, দুজন করে ভারতীয় ও ইন্দোনেশীয় এবং ইয়েমেনের একজন রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক ১২৫ জন অভিবাসীকে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh