ঢাবির পাঁচ প্রবেশপথে নিরাপত্তা ও নজরদারি বক্স স্থাপন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৩, ১১:৩৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  ড. মো. আখতারুজ্জামান পলাশীর মোড়ের নজরদারি বক্সের উদ্বোধন করেন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান পলাশীর মোড়ের নজরদারি বক্সের উদ্বোধন করেন। ছবি: সংগৃহীত

যানবাহন নিয়ন্ত্রণ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নিরাপত্তা ও নজরদারি বক্স স্থাপন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পাঁচটি প্রবেশপথে। 

শাহবাগ থানার সামনে, নীলক্ষেত মোড়, পলাশীর মোড়, কার্জন হল সংলগ্ন হাইকোর্ট মোড় এবং শহীদুল্লাহ হলের সামনে এ নিরাপত্তা ও নজরদারি বক্সগুলো বসানো হয়।

আজ শুক্রবার (১৬ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পলাশীর মোড়ের নজরদারি বক্সের উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম চালু করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান, মসজিদুল জামিয়ার ইমাম ও খতিব সৈয়দ এমদাদ উদ্দিন, এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা জোরদার ও নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রবেশপথে এই নিরাপত্তা ও নজরদারি বক্স স্থাপন করা হয়েছে। এসব নিরাপত্তা বক্সে দায়িত্ব পালনকারীরা আন্তঃসমন্বয় করে ক্যাম্পাসের যানবাহন নিয়ন্ত্রণ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কার্যকর ভূমিকা পালন করবে।’

ঢাবি উপাচার্য বলেন, ‘শুধু নজরদারি বক্স বসিয়ে আমাদের দায়িত্ব শেষ নয়, সবাইকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হবে।’


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh