নিবন্ধনের অনুমতি পেলো ৫ দৈনিকের অনলাইন সংস্করণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৩, ০৬:০০ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ছবি: ফাইল

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ছবি: ফাইল

নিবন্ধনের অনুমতি পেয়েছে দেশের ৫টি দৈনিকের অনলাইন সংস্করণ (পোর্টাল)। আজ রবিবার (১৮ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

অনুমতি পাওয়া দৈনিকের অনলাইন সংস্করণগুলো হলো- দ্যা সাউথ এশিয়ান টাইমস, দৈনিক গণমুক্তি, দৈনিক ভোরের বাংলা, দৈনিক মুন্সীগঞ্জের খবর এবং দৈনিক গ্রামের কাগজ।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পাঁচটি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দেওয়া হলো।

সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দেওয়া সাপেক্ষে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে তথ্য অধিদপ্তর থেকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh