সাংবাদিক নাদিমের কবর জিয়ারতে বিএনপির মিডিয়া সেল

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৩, ০৭:০২ পিএম | আপডেট: ১৮ জুন ২০২৩, ০৭:০৩ পিএম

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের কবর জিয়ারত। ছবি: জামালপুর প্রতিনিধি

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের কবর জিয়ারত। ছবি: জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের কবর জিয়ারত করেছে কেন্দ্রীয় বিএনপির মিডিয়া সেল।

আজ রবিবার (১৮ জুন) সকালে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরপাড়া গ্রামে সাংবাদিক নাদিমের কবরস্থানে যান তারা।

বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন কেন্দ্রীয় বিএনপির পক্ষে টিমের নেতৃত্ব দেন।

এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাত, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক ফকরুজ্জামান মতিন প্রমুখ।

কবর জিয়ারত শেষে তারা নাদিমের পরিবারের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এরপর দুপুরে নিলক্ষিয়া মোড়ে সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে বিএনপি উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, যারা স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রকে বাকরুদ্ধ করতে চায়, তারাই সাংবাদিক নাদিমকে হত্যা করেছে। এই সরকারের আমলে সাংবাদিক হত্যা-নির্যাতন বেড়ে গেছে। নাদিমের হত্যাকারীদের শুধু গ্রেপ্তার করলেই হবে না, অবিলম্বে বিচার কার্যকর করতে হবে।

এছাড়া তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh