জঙ্গি সংগঠন শারক্বীয়ার প্রতিষ্ঠাতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৩, ১১:৪৭ পিএম

জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ। ছবি: ফাইল

জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ। ছবি: ফাইল

জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

আজ শুক্রবার (২৩ জুন) রাত ১০টার দিকে রাজধানীর ডেমরা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিষ্ফোরক পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

সিটিটিসির প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান জানান, ডেমরা এলাকার থেকে শামিন মাহফুজকে তার স্ত্রীসহ গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, বাসা থেকে নয়। রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়; তারা হয়তো কোথাও যাচ্ছিল।

ডিএমপির সূত্র জানায়, আগামীকাল শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh