এবার আমাদের তিন চ্যালেঞ্জ: পুলিশপ্রধান

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ০৫:৫৮ পিএম | আপডেট: ২৪ জুন ২০২৩, ০৬:০৩ পিএম

বক্তব্য রাখছেন বাংলাদেশ পুলিশপ্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। ছবি: আশুলিয়া প্রতিনিধি

বক্তব্য রাখছেন বাংলাদেশ পুলিশপ্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। ছবি: আশুলিয়া প্রতিনিধি

বাংলাদেশ পুলিশপ্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, গত ঈদে আমাদের চ্যালেঞ্জ ছিল একটা। সেটা যাত্রীদের নির্বিঘ্নে ঘরে পৌঁছানো। এবার আমাদের চ্যালেঞ্জ হয়েছে তিনটা। প্রথমত যাত্রী সাধারণের গন্তব্যে পৌঁছানো, দ্বিতীয়ত কোরবানির পশুর ট্রাক হাটে সঠিক সময়ে পৌঁছানো এবং পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করা।

আজ শনিবার (২৪ জুন) দুপুর ২টার দিকে আশুলিয়ার বাইপাইলে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা পুলিশ সব সময় জনসাধারণের সেবা দিয়ে তৃপ্তি পাই। সেই তৃপ্তির জায়গা থেকেই আজ এখানে এসেছি। এদেশের মানুষ যেন নির্বিঘ্নে তার গন্তব্যে পৌঁছাতে পারে সে জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের সকল ইউনিট ঈদে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত থাকবেন। প্রশাসনের জুনিয়র পোস্টে যারা দায়িত্ব পালন করবে তাদের উপর সিনিয়ররা নজরদারি করবে। যেন তারা কাজে ফাকি না দিতে পারে।

জঙ্গিবাদ সন্ত্রাসবাদসহ যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশের বিভিন্ন পদক্ষেপ থাকবে। তার পরে যদি কেউ সমস্যা হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। আমরা তাৎক্ষণিক তা সমাধান করার চেষ্টা করবো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh