সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম ২০০ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ১০:৫৪ এএম

কাঁচামরিচ। ছবি: সংগৃহীত

কাঁচামরিচ। ছবি: সংগৃহীত

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কেজিপ্রতি ৬০ টাকা বেড়ে ২০০ টাকায় পৌঁছেছে কাঁচামরিচের দাম। তীব্র গরমের কারণে মরিচের ফুল নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদন কমেছে। এতে চরম বিপাকে পড়েছে সাধারণ ভোক্তারা।

গত রবিবার (২৫ জুন) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। তবে তীব্র গরম আর বৃষ্টির কারণে মরিচ খেত নষ্ট হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। বাজারে সরবরাহ বৃদ্ধি পেলে আবারও দাম কমে যাবে বলেও জানান ব্যবসায়ীরা।

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা আবদুল জব্বার বলেন, দেশের বাজারে প্রায় সব নিত্যপণ্যের দাম বেশি। ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে কিছুটা কমেছে দাম। বর্তমানে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। তবে কাঁচামরিচের দাম হঠাৎ কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা এবং কিছু কিছু অঞ্চলে অতিরিক্ত খরার কারণে কাঁচামরিচের ফুল নষ্ট হয়ে গেছে। যার জন্য মোকামগুলোতে সরবরাহ কমে গেছে। আমরা বেশি দামে কিনে, বেশি দামে বিক্রি করছি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh