ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ১২:৪৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

ময়মনসিংহে কোরবানির পশুবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘণ্টাখানেক পর বিকল্প লাইনে চলাচল শুরু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল। 

এরআগে রবিবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ আউটটর সিগনালের কাছে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী পশুবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে রিলিফ ট্রেন লাইনচ্যুত বগি সরিয়ে নিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। 

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ২৬টি বগি নিয়ে কুরবানির পশুবাহী স্পেশাল ট্রেনটি গতকাল রাত ৯টায় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ট্রেনটি ছেড়ে আসে। রাত দেড়টায় ময়মনসিংহ স্টেশনের কাছে আউটার সিগনালের কাছে প্রথমবার লাইনচ্যুত হয়। পরে মেরামত করলে সকালে আবার রওনা দিলে একেই স্থানে বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh