গাইবান্ধার সেই এসআইকে প্রত্যাহার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০২:৫৪ পিএম

গাইবান্ধা সদর থানার এসআই মানিক রানা। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর থানার এসআই মানিক রানা। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মানিক রানার টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

আজ রবিবার (২৫ জুন) সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, টাকা লেনদেনের ঘটনায় এসআই মানিক রানাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এদিকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মানিক রানা দ্রুত পায়ে হেঁটে থানার অফিস কক্ষে প্রবেশ করছেন। পরে নির্ধারিত একটি টেবিলের চেয়ারে বসে প্রথম দফায় টাকা নিয়ে আরো টাকা দাবি করলে এদিক ওদিক তাকিয়ে দ্বিতীয় দফায় আবারো টাকা নিয়ে পকেটে রাখেন।

তবে কার কাছ থেকে, কী কারণে তিনি টাকা নিয়েছেন সে বিষয়টি এখনো জানা যায়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh