স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামির আত্মসমর্পণ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০৮:৩৮ পিএম

ধর্ষণ মামলার প্রধান আসামি জাহাঙ্গীর। ছবি: নোয়াখালী প্রতিনিধি

ধর্ষণ মামলার প্রধান আসামি জাহাঙ্গীর। ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি জাহাঙ্গীর (৩৫) আদালতে আত্মসমর্পণ করেছেন।

মো. জাহাঙ্গীর (৩৫) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুর নবীর ছেলে।

আজ রবিবার (২৫ জুন) দুপুরে নোয়াখালীর আদালতে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান এ আসামি আত্মসমর্পণ করেন।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহাঙ্গীর আদালতে আত্মসমর্পণ করার পর বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।

এর আগে এই মামলায় গ্রেপ্তারকৃত অপর ২ আসামি আনোয়ার হোসেন রিয়াদ (৩০) ও জালাল উদ্দিনকে (২৭) তাদের বাবা-মা পুলিশে সোপর্দ করে। পরে তারা নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh