সশস্ত্র বাহিনীর ৫ কর্মকর্তার বদলি ও পদায়ন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ১১:০৬ এএম

জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাইল ছবি

জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাইল ছবি

সশস্ত্র বাহিনীর ৫ কর্মকর্তার বদলি ও পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল রবিবার (২৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত (লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত) মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। তাছাড়া সেনাবাহিনীর লে. কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান খানকে বিইউপির অ্যাসোসিয়েট প্রফেসর করা হয়েছে। এই সেনা কর্মকর্তার চাকরি প্রেষণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া লে. কর্নেল মোহাম্মদ ফয়সলকে বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের পদায়ন করা হয়েছে।

তাছাড়া পৃথক প্রজ্ঞাপনে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর কমান্ডার সেরনিয়াবাত এহসান মহিউদ্দিনকে নৌবাহিনীতে এবং ক্যাপ্টেন সাদ ইমন ইশতিয়াককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh