সাফ চ্যাম্পিয়নশীপ: ট্রফি জিতলে ছেলেরা পাবে ১ কোটি টাকা বোনাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৩, ১১:৩৩ পিএম | আপডেট: ২৮ জুন ২০২৩, ১১:৩৩ পিএম

ছবি: বাফুফে

ছবি: বাফুফে

দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশ ফুটবল দল সাফের সেমিফাইনালে উঠেছে। জামাল-মোরসালিনদের অসাধারণ নৈপুণ্যে মুগ্ধ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এরই মধ্যে ১ কোটি টাকা বোনাসেরও ঘোষণা দিয়ে ফেলেছেন।

বাফুফের অন্যতম সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, আমাদের সভাপতি বাংলাদেশ দল সেমিফাইনালে উত্তীর্ণ হওয়ার জন্য ৫০ লাখ টাকা এবং ফাইনালে উঠতে পারলে আরও ৫০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছেন।  

এই ঘোষণা জামাল ভূঁইয়াদের সেমিফাইনালে ভালো খেলতে আরও বেশি অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস বাফুফের শীর্ষ কর্তাদের।

বাংলাদেশ সাফের সর্বশেষ ফাইনাল খেলেছিল ২০০৫ সালে পাকিস্তানের করাচীতে। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল একবারই ২০০৩ সালে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh