সদরঘাটে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৩, ০২:৪০ পিএম

লঞ্চে আগুন। ছবি- সংগৃহীত

লঞ্চে আগুন। ছবি- সংগৃহীত

রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ লঞ্চের আগুন ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

আজ শুক্রবার (৩০ জুন) দুপুর ১২টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ শুক্রবার বেলা ১১টায় লঞ্চের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর আসে। ১১টা পাঁচ মিনিটে ফায়ার সার্ভিসের ১ম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরো ১২টি ইউনিট যোগ দেয়। দুপুর ১২টা পাঁচ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। 

নৌ পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ধনঞ্জয় গণমাধ্যমকে জানান, লঞ্চটি চাঁদপুর ঘাটে ভিড়ানো ছিল। আগুন লাগার সময় লঞ্চে কোনো যাত্রী ছিল না।

তিনি আরো জানান, লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। 

উল্লেখ্য, ময়ূর-৭ লঞ্চটি ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh