ঈদের ২য় দিনেও ঢাকা দক্ষিণে শতভাগ কোরবানির বর্জ্য অপসারণের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৩, ০৮:০৭ পিএম | আপডেট: ৩০ জুন ২০২৩, ০৯:২৮ পিএম

অপসারণ কার্যক্রম তদারকি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি: সাম্প্রতিক দেশকাল প্রতিনিধি

অপসারণ কার্যক্রম তদারকি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি: সাম্প্রতিক দেশকাল প্রতিনিধি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সকল ওয়ার্ড হতে আজ শুক্রবার (৩০ জুন)  দ্বিতীয় দিনের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

আজ রাত ০৮.৪২টায় সর্বশেষ ৪২ নম্বর ওয়ার্ড হতে বর্জ্য অপসারণের মধ্যে দিয়ে দ্বিতীয় দিনের কোরবানির পশুর সকল বর্জ্য অপসারণ করা হয়।

নিয়ন্ত্রণ কক্ষে বসে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এসময় গণমাধ্যম তিনি বলেন, করপোরেশন ও ঢাকাবাসীর যৌথ অংশীদারত্বের ফলে বর্জ্য অপসারণে সফল হয়েছি। 

২য় দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯টি ওয়ার্ড কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারিত হয়েছে বলে দাবি করা হয় দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে। ওয়ার্ডগুলো হলো: ১-৯, ১৩-২৯, ৩৬-৩৮, ৫২, ৫৪-৫৭, ৬৩, ৭১-৭৩ ও ৪২।

এর আগে, ঈদের দিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে বলে ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১টা ২৫ মিনিটে সর্বশেষ ৩৯ ওয়ার্ডে বর্জ্য অপসারণের মধ্যে দিয়ে প্রথম দিনের কোরবানির পশুর সকল বর্জ্য অপসারণ করা হয়। 

এছাড়াও , ঈদের দিন ৮ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh