তেলবাহী জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৫, নিখোঁজ ৪

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৩, ০৫:৪০ পিএম

তেলবাহী জাহাজে বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

তেলবাহী জাহাজে বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ হয়ে পাঁচজন দগ্ধ হয়েছেন। নিখোঁজ হয়েছেন চারজন।

আজ শনিবার (১ জুলাই) দুপুর ২টা ১০ মিনিটের দিকে ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর দক্ষিণ পাড়ের রাজাপুর গ্রামের কাছে এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে আছেন, শাকিল (৩৫), ফরিদুল আলম (৫৩), ইকবাল হোসেন (২৭), মাইনুল ইসলাম হৃদয় (২৯)। এছাড়া জাহাজের একজন বাবুর্চিও আহতদের মধ্যে রয়েছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগর নন্দিনি-২ নামের জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে তেলের ডিপোতে তেল খালাস করা জন্য পেট্রোল ও ডিজেল নিয়ে নোঙর করে। জাহাজটি নোঙ্গর করা অবস্থায় নদীর অপর পাড়ে দুপুরের দিকে হঠাৎ বিকট আওয়াজে বিস্ফোরিত হয়। পরে পুরো জাহাজে আগুন লাগে। ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের ৫টি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম বলেন, পেট্রোল ও ডিজেল ভর্তি নন্দিনি-২ নামের এ জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে পদ্মা তেলের ডিপোতে তেল খালাস করার জন্য আসে। 

জাহাজটিতে মাস্টারসহ মোট ৯ জন কর্মচারী ছিলেন। এর মধ্যে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের চারজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন জাহাজের চার কর্মচারী।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh