জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৩, ০৪:৪৬ পিএম

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাপ্পী সওদাগর। ছবি: জয়পুরহাট প্রতিনিধি

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাপ্পী সওদাগর। ছবি: জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাপ্পী সওদাগরকে (৪৩) গ্রেপ্তার করেছে র‌্যাব। 

আজ রবিবার (২ জুলাই) দুপুরে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাপ্পী সওদাগর জামালগঞ্জ গ্রামের বাদশা সওদাগরের ছেলে। জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাপ্পী সওদাগর ধর্ষণ মামলার আসামি ছিলেন। মামলা হলে আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। কিন্তু তিনি পলাতক ছিলেন। ২০০৮ সালে ২৯ এপ্রিল জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত থাকার কথা তিনি স্বীকার করেন। মামলার পর থেকে পলাতক জীবন-যাপন করে আসছিলেন। বিচার প্রক্রিয়া শেষে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আদালত আসামি বাপ্পী সওদাগরকে যাবজ্জীবন সাজা দেন। সেই সাথে তাকে ১ লাখ টাকা জরিমানা প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh