কাঁচা মরিচের দাম বেশি রাখায় ৪ দোকানীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০৩:১১ পিএম

কাঁচা মরিচের দাম বেশি রাখায় ৪ দোকানীকে জরিমানা। ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কাঁচা মরিচের দাম বেশি রাখায় ৪ দোকানীকে জরিমানা। ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় কাঁচা মরিচের দাম বেশি রাখার দায়ে চার দোকানীকে ছয় হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (৩ জুলাই) বেলা ১১টায় শহরের কাউতলী বাজারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। 

জেলা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক মেহেদী হাসান জানান, যারা কাঁচা মরিচ বিক্রি করছে তাদের কাছে ক্রয়ের কোনো তালিকা নেই এবং খুচরা পর্যায়ে যাদের কাছে বিক্রি করছে তাদের কাছেও কোনো রশিদ নেই। এই সুযোগকে কাজে লাগিয়ে অনেক ব্যবসায়ী বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা কাঁচামরিচের যে ঊর্ধ্বগতি শুনেছি বাজারে এসে দেখি তা নেই। এছাড়া আমরা চারটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh