শিগগিরই দাম কমবে কাঁচা মরিচের: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০৫:৪৪ পিএম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কাঁচা মরিচ ছাড়া নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে। কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়া হয়েছে। শিগগিরই দাম কমবে।

আজ সোমবার (৩ জুলাই) দুপুরে রংপুরের চিকলি পার্কের লেকভিউ বাসভবনে মন্ত্রী গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

ট্যানারী সিন্ডিকেট ভাঙতে কোরবানির পশুর কাঁচা চামড়া রপ্তানির বিষয়টি শিল্প মন্ত্রণালয় দেখছে। সীমান্তে নজরদারি রাখা হয়েছে কোনোভাবে চামড়া যাতে পাচার না হয়। 

এসময় জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh