প্রধানমন্ত্রী মোদির বাসভবনের ওপর ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০৬:০৩ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের ওপর  সোমবার (৩ জুলাই) ভোর ৫টায় একটি ড্রোন সনাক্ত করা হয়েছে। এসময় ড্রোনটিকে প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর দেখতে পেয়ে দিল্লির পুলিশ সতর্কতা অবলম্বন করে। একইসঙ্গে এ ঘটনার ব্যাপারে বিভিন্ন নিরাপত্তা সংস্থা এরইমধ্যে তদন্তও শুরু করে দিয়েছে।

এদিকে দিল্লি পুলিশ এক বিবৃতিতে বাসভবনের আশপাশের এলাকায় অনুসন্ধান চালিয়ে এ জাতীয় কোন বস্তুর সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে। 

এছাড়াও বিমান চলাচল নিয়ন্ত্রণ কক্ষ (এটিসি) প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর এমন কোন বস্তু দেখা যায়নি বলে নিশ্চিত করেছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বাসভবন একটি বিমান উড্ডয়ন নিষিদ্ধ এলাকা।

সূত্র : এনডিটিভি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh