সুগন্ধায় ফের বিস্ফোরণ: দগ্ধ ২ পুলিশ সদস্যকে ঢাকায় প্রেরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ০৯:১১ এএম

তেলবাহী জাহাজ থেকে তেল অপসারণের সময় ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

তেলবাহী জাহাজ থেকে তেল অপসারণের সময় ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামের জ্বালানি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ দুই পুলিশ সদস্যকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টি সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সোমবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেলবাহী ট্যাংকার সাগর নন্দিনী-২ দ্বিতীয়বারের মতো বিস্ফোরণের ঘটনা ঘটে। জাহাজটি থেকে ছোট ট্যাংকারে তেল স্থানান্তরের সময় এ বিস্ফোরণ ঘটে। এর পরপরই পাশে থাকা সাগর নন্দিনী-৪ জাহাজেও বিস্ফোরণ ঘটে। এতে ১০ পুলিশ সদস্যসহ ১৪ জন দগ্ধ ও আহত হয়। এ সময় ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যসহ তিনজনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার অবনতি হলে দুই পুলিশ সদস্যকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম।

এর আগে ১ জুলাই বেলা পৌনে ২টার দিকে সাগর নন্দিনী-২-এ বিস্ফোরণে চারজন দগ্ধ ও চারজন নিখোঁজ হন। ইতোমধ্যে নিখোঁজ চারজনের লাশই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. সেলিম। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh