সুগন্ধায় জাহাজ বিস্ফোরণ: নিখোঁজ মাসুদুর রহমানের মরদহে উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ১০:৫৪ এএম

চাঁদপুরের মাসুদুর রহমান বেলাল। ছবি: চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মাসুদুর রহমান বেলাল। ছবি: চাঁদপুর প্রতিনিধি

ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি সাগর নন্দিনী-২’ নামে তেলবাহী জাহাজ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় চাঁদপুরের মাসুদুর রহমান বেলালের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (৩ জুলাই) পৃথক সময়ে মাসুদুর রহমানসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে নিখোঁজ চারজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।

জাহাজের সুপারভাইজার মাসুদুর রহমান বেলালসহ যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন- মাস্টার রুহুল আমিন (৪৭) ও চালক সরওয়ার হাসান আকরাম (৪৫)। এর আগ রবিবার (২ জুলাই) উদ্ধার করা হয়ছিল গ্রিজার আব্দুস ছালাম হৃদয়ের (২৭) মরদেহ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। তিনি গনমাধ্যমকে বলেন, দুদিনে নিখোঁজ চারজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন আর কারও নিখোঁজের খবর আমাদের কাছে নেই।

নিখোঁজ মাসুদ চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগড়া বাজার সোবানপুর গ্রামের সাদিকুর রহমানের ছেলে। তিনি পরিবার নিয়ে চাঁদপুর শহরের ছৈয়াল বাড়ি রোডে থাকতেন। 

মাসুদুর রহমান বেলালের বোন লতা জানান, আমার ভাই শনিবার (১ জুলাই) সকাল ৮টায় বাসা থেকে বের হয়ে ঝালকাঠির উদ্দেশ্যে রওনা দেন। দুপুর ১টা ৩৩ মিনিটের সময় বাড়িতে ফোন করে জানান তিনি জাহাজে পৌঁছেছেন এবং নামাজ পড়ে দুপুরের খাবার খাবেন। এরপর দুপুর আড়াইটার দিকে অবস্থান করা একজনের কাছ থেকে আমরা জাহাজটিতে বিস্ফোরণের খবর পাই।

মাসুদুর রহমানের বড় মেয়ে নিশাত নীতি জানান, মরদেহ উদ্ধারের পর ঝালকাঠিতে আইনী পক্রিয়া শেষে সোমবার সন্ধ্যা ৬টায় চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। রাতে গ্রামের বাড়ী বাগাদীতে পৌঁছবে। মঙ্গলবার (৪ জুলাই) সকাল ৮টায় বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল জানান, মরদেহ উদ্ধার হয়েছে বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন। পরবর্তী কার্যক্রম করার জন্য নিহতের পরিবারের সাথে যোগযোগ রয়েছে।

জানাগেছে, গত শনিবার (১ জুলাই) দুপুর ২টার দিকে সুগন্ধা নদীতে ঝালকাঠি পৌর খেয়াঘাটের বিপরীত পাশে নোঙর করা অবস্থায় পদ্মা অয়েল কোম্পানির তেল বোঝাই ‘এমভি সাগর নন্দিনী-২’ জাহাজে এই বিস্ফোরণ ঘটে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh