পদ্মাসেতুতে চালু হয়েছে ইলেকট্রনিক টোল কালেকশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৩, ১১:৫২ এএম

পদ্মাসেতু টোল প্লাজা। ফাইল ছবি

পদ্মাসেতু টোল প্লাজা। ফাইল ছবি

পদ্মাসেতুতে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম (ইটিসিএস) এবং হাইব্রিড সিস্টেম টাচ অ্যান্ড গো সিস্টেম চালু হয়েছে। আজ বুধবার (৫ জুলাই) থেকে চলমান পদ্ধতির পাশাপাশি নতুন দুই পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে টোল আদায় করা হবে।

নতুন দুই পদ্ধতির জন্য পদ্মাসেতুর ২ প্রান্তে আলাদা বুথ স্থাপন করা হয়েছে। নতুন সিস্টেমে আরও কম সময়ে টোল প্রদান করে পারাপার হতে পারবে যানবাহন।

রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) পদ্ধতিতে টোল আদায়ের জন্য সেতুর দুই প্রান্তে একটি করে মোট দুইটি বুথ রয়েছে। এই পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা গাড়ি টোল প্লাজার সামনে আসলেই রোবোটিক ক্যামেরা সেই গাড়িকে শনাক্ত করবে এবং সয়ংক্রিয়ভাবে নির্ধারিত টোল আদায় করা হবে। টোল আদায় হয়ে গেলে গাড়ির সামনে থেকে ব্যারিয়ার সরে যাবে।

আবার টাচ অ্যান্ড গো পদ্ধতিতে গ্রাহককে তার যানবাহন পারাপার করার জন্য একটি গ্রাহক কার্ড সংগ্রহ করতে হবে। কার্ডে ব্যালেন্স থাকলে কার্ডটি টাচ করে ক্যাশলেস টোল দেওয়া যাবে। তবে কেউ চাইলে ক্যাশেও টোল দিতে পারবেন এই বুথ থেকে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh