নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ২ ভাইয়ের

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ০১:৪৮ পিএম

বিদ্যুৎস্পৃষ্টে মৃত দুইজনের লাশ। ছবি: নীলফামারী প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্টে মৃত দুইজনের লাশ। ছবি: নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হলে এক ভাইকে বাঁচাতে গিয়ে আরেক চাচাতো ভাইয়েরও মৃত্যু হয়েছে। 

গতকাল শুক্রবার (৭ জুলাই) রাত আটটার দিকে রাজারহাট এলাকার আমেরতল নামক স্থানে একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তি দুজন হলেন- খালিশা খুটামারা তহশিলদার পাড়া এলাকার মৃত মনতাজ আলীর ছেলে আনিছুর রহমান (৫২), অপরজন টেংঙ্গনমারী এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে লিটন আহমেদ (৩৭)। তারা সম্পর্কে একে অপরের চাচাতো ভাই। 

স্থানীয় সূত্রে যানা যায়, স্কুল শিক্ষক কামরুজ্জামানের একটি মুরগী খামারে দীর্ঘ দিন ধরে কাজ করতেন আনিছুর রহমান। শুক্রবার রাতে খামারের ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা বিদ্যুতের তার সরাতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটে। এসময় তার চাচাতো ভাই লিটন আহমেদ তাকে বাঁচাতে এগিয়ে আসলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথিমধ্যেই মৃত্যু হয়। 

জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোক্তারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালে থেকে থানায় আনা হয়েছে। পরিবারের লোকজন লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh