পাঁচ মণের শাপলাপাতা মাছ, ৮০ হাজার টাকায় বিক্রি

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০৩:১৬ এএম

পাঁচ মণ ওজনের বিশাল আকৃতির শাপলাপাতা মাছ দেখতে মানুষের ভিড়। ছবি: নড়াইল প্রতিনিধি

পাঁচ মণ ওজনের বিশাল আকৃতির শাপলাপাতা মাছ দেখতে মানুষের ভিড়। ছবি: নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় মধুমতি ও নবগঙ্গা নদীর সংযোগস্থলে জেলের জালে ধরা পড়ে পাঁচ মণ ওজনের বিশাল আকৃতির একটি শাপলাপাতা মাছ। গত শনিবার (৮ জুলাই) মহাজন উত্তরপাড়া এলাকার জেলে রতন বিশ্বাসের জালে মাছটি ধরা পড়ে।

রতন বিশ্বাস বলেন, পাঁচ-ছয় ইঞ্চি ব্যাসের ফাঁস বিশিষ্ট জাল পেতে সাধারণত পাঙাশ, বোয়ালসহ বড় মাছ ধরি। এ জালেই হঠাৎ করে পাঁচ মণ ওজনের মাছটি ধরা পড়ে। এর আগে এতো বড় মাছ এ জালে ধরা পড়েনি। মাছটি ৮০ হাজার টাকায় বিক্রি করেছি।

স্থানীয়রা জানান, গত শনিবার সকালে জেলে রতন বিশ্বাস নদীতে জাল ফেললে, তাতে বিশাল আকৃতির শাপলাপাতা মাছটি আটকা পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ বিশালাকৃতির মাছটি দেখতে নদীপাড়ে ভিড় জমান।

তখন খাওয়ার জন্য এলাকাবাসী মাছটি ৮০ হাজার টাকায় কিনে নেন। পরে এলাকার লোকজন কেজিপ্রতি মাছটি ভাগ করে নেন।  

এ ব্যাপারে কালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবু রায়হান বলেন, পাঁচ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ জেলেদের জালে ধরা পড়েছে বলে শুনেছি। তবে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী শাপলাপাতা মাছ ধরা নিষেধ। এ মাছ ধরার ক্ষেত্রে জেলেদেরকে আমরা নিষেধ করে থাকি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh