ফের কমলো সয়াবিন তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ০৮:১৭ পিএম

বোতলজাত সয়াবিন তেল। ছবি: সংগৃহীত

বোতলজাত সয়াবিন তেল। ছবি: সংগৃহীত

এক মাসের মাথায় ফের সয়াবিন তেলে দাম কমিয়েছে দেশের ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো। বিশ্ববাজারে দাম কমায় এ দফায় বোতলজাত সয়াবিন তেল লিটারে ১০ এবং খোলা সয়াবিন তেল লিটারে ৮ টাকা কমানো হয়েছে। যা আগামীকাল বুধবার (১১ জুলাই) থেকেই কার্যকর হবে।

আজ মঙ্গলবার ( ১১ জুলাই) মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে এ সংক্রান্ত চিঠি দেয় সংগঠনটি। 

জানা যায়, খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৫৯ টাকা, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৪৩ টাকা কমিয়ে ৮৭৩ টাকা, খোলা পাম তেল লিটারে ৫ টাকা কমিয়ে ১২৮ টাকা এবং বোতলজাত পাম তেল ১২ টাকা কমিয়ে ১৪৮ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।

এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য হ্রাস পাওয়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সাথে আলোচনা করে ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে, গত ১১ জুন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া খোলা পাম তেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh