বিএনপির সমাবেশ: নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ০২:০৪ পিএম | আপডেট: ১২ জুলাই ২০২৩, ০৩:০২ পিএম

সমাবেশস্থলে বিএনপির নেতাকর্মীরা। ছবি: সাম্প্রতিক দেশকাল

সমাবেশস্থলে বিএনপির নেতাকর্মীরা। ছবি: সাম্প্রতিক দেশকাল

নয়াপল্টনে সমাবেশেস্থলে বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে। সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা নয়াপল্টন ও তার পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। কাকরাইল, শান্তিনগর, নয়াপল্টন, পল্টন, ফকিরাপুল, মগবাজারসহ বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা স্লোগানসহ মিছিল করছেন।

রাজধানী ঢাকা ছাড়া এর আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা অংশ নিয়েছে এক দফা ঘোষণার এ সমাবেশ। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে যাচ্ছেন। হাতে হাতে রয়েছে ব্যানার, ফেস্টুন, প্লে কার্ড। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

আজ বুধবার (১২ জুলাই) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সমাবেশের জন্য মঞ্চও প্রস্তুত করা হয়েছে। ছয়টি ট্রাক দিয়ে এই অস্থায়ী মঞ্চ তৈরী করা হয়েছে।

সমাবেশের ব্যানারে লেখা হয়েছে, ‘গণতন্ত্রের ঘাতক, সর্বগ্রাসী দুর্নীতি ও সর্বনাশা অনাচারে লিপ্ত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের একদফা যৌথ ঘোষণা’।


আজকের সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের একদফা ও নতুন কর্মসূচি ঘোষণা আসবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করবেন।

সমাবেশে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

এদিকে একই দিন বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন স্থানে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh