বিএনপির এক দফা অস্থিতিশীলতার ইঙ্গিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ০৮:৩০ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। ছবি: সংগৃহীত

বিএনপির এক দফা দাবি সংবিধানের পরিপন্থী -উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, তাদের (বিএনপি) এমন দাবি অব্যাহত রাখা ইঙ্গিত করে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। আজ বুধবার (১২ জুলাই) এক টুইট বার্তায় এসব কথা বলেন তিনি।

শাহরিয়ার আলম বলেন, বিএনপির এক দফা দাবি সংবিধানের পরিপন্থী। সংবিধান পরিপন্থী যে কোনো দাবি অব্যাহত রাখা ইঙ্গিত করে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়।

তিনি বলেন, এরপর তারা ঘোলা পানিতে মাছ শিকারের পরিকল্পনা করছে। আমরা তা হতে দেব না। আমরা শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে আপস করব না।

এদিকে বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে সরকারের পদত্যাগের দাবিতে ‘এক দফা’ আন্দোলনের ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh