২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০২:৪৭ এএম | আপডেট: ১৩ জুলাই ২০২৩, ০২:৫৬ এএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

আগামী ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এতে টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২শ টাকা। সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫শ টাকা। বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ম্যাচের দিন এবং ম্যাচের দুই দিন আগে টিকিট পাওয়া যাবে।

সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য: গ্র্যান্ড স্ট্যান্ড- ১,৫০০ টাকা, ক্লাব হাউস- ৫০০ টাকা, ইস্টার্ন গ্যালারি- ৩০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি- ২০০ টাকা, গ্রিন হিল এরিয়া- ২০০ টাকা।

আরও জানানো হয়, লাক্কাতুরা টিকিট কাউন্টার, প্রধান গেট, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট বিভাগীয় স্টেডিয়ামের (প্রধান গেট) টিকিট কাউন্ডার এবং রিকাবিবাজার থেকে সকাল ৯টা ৩০মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত টিকিট ক্রয় করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh