বাতিল হয়নি ভিসা, স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৫:১৩ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়েছে বলে সাম্প্রতিক এমন গুঞ্জনের মধ্যে ওই দেশে পৌঁছেছেন তিনি। সাথে তার স্ত্রী লিপি ওসমান।

বুধবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিমানবন্দরে পৌঁছান তারা।

তাদের একমাত্র ছেলে অয়ন ওসমান এ সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, তার মা-বাবা নিরাপদে নিউ ইউর্কে পৌঁছেছেন।

এর আগে খবর প্রকাশিত হয়েছিল, শামীম ওসমানের ভিসা বাতিল হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের কয়েকজনের ওপর স্যাংশন জারি হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। তার মধ্যে শামীম ওসমানের নাম ছিল বলেও গুঞ্জন ছিল।

যদিও শামীম ওসমান সম্প্রতি একাধিক বক্তব্যে এটা অস্বীকার করে জানিয়েছিলেন, তার ভিসার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত রয়েছে।

যুক্তরাষ্ট্র পৌঁছে শামীম ওসমান অডিও বার্তায় বলেন, যারা মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে অপপ্রচার চালায় তারা বাংলাদেশের বন্ধু না। তাদেরকে মনে রাখতে, মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক দেশ এবং বাংলাদেশও একটি গণতান্ত্রিক দেশ। এ ধরনের অপপ্রচার যারা চালায়, তাদেরকেই ইয়েলো জার্নালিস্ট বলে।

এর আগে সর্বশেষ ২০২১ সালের জুনে শামীম ওসমান ও লিপি নিউ ইয়র্কে গিয়েছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh